বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা:অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মো,ওমর ফারুক:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাম্প্রতিক অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক নিরাপত্তা রক্ষায় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ad

সভায় উপজেলা পর্যায়ে সাম্প্রতিক চুরি, মাদক, ইভটিজিং, অবৈধ ড্রেজার কার্যক্রমসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়। বিশেষভাবে গুরুত্ব পায়— ১) রাত ১০টার পর থেকে ইউনিয়ন ও বাজার পর্যায়ে চায়ের দোকান বন্ধ রাখা,২) মাদকবিরোধী অভিযান জোরদার করা,৩) যুব সমাজকে সচেতন করা,৪) এবং আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি সংক্রান্ত কার্যকরী সিদ্ধান্ত।

সভায় বক্তারা বলেন, “অপরাধ দমন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।”

সভা শেষে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন জানান,“হাজীগঞ্জকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। কোনো অপরাধীই প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারবে না।”

 

সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্রিয়এ সহযোগিতার আশ্বাস দেন।