বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিমুল অধিকারী সুমন,চাঁদপুর:চাঁদপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার করতে এবং নবগঠিত পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বুধবার) রাতে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উৎসবমুখর।

Ad

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
সভাপতিত্ব করেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপি নেতা দীন মোহাম্মদ জিল্লু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।

প্রধান অতিথি আক্তার হোসেন মাঝি বলেন: বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা ত্যাগ ও সাহসিকতার সঙ্গে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। এটাই আমাদের ত্যাগের ফল।

এখনই সময় মাঠে নামার। অতীতের কষ্ট ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে যেতে হবে। আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় থেকেছে, কিন্তু জনগণ বিএনপিকে ভালোবাসে। তাই আমাদের কোনো কারচুপির প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন-চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর ধরে আমাদের আগলে রেখেছেন। আমরা বিশ্বাস করি, চাঁদপুর-৩ আসনে তিনিই ধানের শীষের বাহক হবেন, ইনশাআল্লাহ।”

তিনি প্রতিশ্রুতি দেন- “আমরা মানিক ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করবো এবং এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেবো।”

অন্যান্য বক্তাদের বক্তব্য:সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ। বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মোঃ কবির সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাআলম, মোঃ ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল রাঁড়ি, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক, মোঃ হাবিব খান, সদস্য সচিব নূর মোহাম্মদ, মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, যুবদলের সভাপতি মোঃ জহির, সাধারণ সম্পাদক আমিন গাজী এবং ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দলের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি, দেশপ্রেমের স্লোগান ও নির্বাচনী প্রস্তুতির উদ্দীপনা। বক্তাদের বক্তব্যে উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধার, দলের ঐক্য এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার আহ্বান।