বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে গণফোরামের ‘সূর্য’ উদিত:নির্বাচন ঘিরে প্রাণবন্ত গণসংযোগে ভোট চাইলেন নেতারা

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো চাঁদপুরেও জোরদার হয়েছে গণফোরামের মাঠপর্যায়ের তৎপরতা। দলটির প্রতীক *‘সূর্য মার্কা’*য় ভোট চেয়ে শুক্রবার দিনভর শহর ও গ্রামের জনপদে ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন গণফোরাম চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ সেলিম আকবর। তাঁর সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন।

Ad

নেতারা চাঁদপুর শহরের পুরানবাজার লোহারপুল, জাফরাবাদ, দোকানঘর, রামদাসদী সড়ক, বহরিয়া স্লুইচগেট, বহরিয়া বাজার, লক্ষ্মীপুর বাজার, হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা, হরিণা বাজার, ফেরিঘাট, নন্দীগো দোকান, বকশিলা পুল, আখন ঘাট, চান্দ্রা বাজার ও চান্দ্রা চৌরাস্তা, বাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় ‘সূর্য মার্কায় ভোট দিন’—এই আহ্বান জানান সাধারণ জনগণের কাছে।

সূর্যের আলোয় পরিবর্তনের বার্তা-গণসংযোগে নেতারা বলেন, গণফোরাম দেশের জনগণের দল। আমরা কোনো ভেদাভেদ চাই না—চাই ন্যায়, সমতা ও গণতন্ত্রের শাসন। আসন্ন নির্বাচনে সূর্য মার্কায় ভোট দিয়ে সত্যিকারের পরিবর্তনের সূচনা করুন।এ সময় তারা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন, স্থানীয় বাজার ও দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং গণফোরামের রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন।

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক:গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার, সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম, সদর থানা গণফোরামের সভাপতি মির্জা রহুল আমিন, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মামুন গাজী, শহর গণফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মিন্টু গাজী, জেলা মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শিল্পী বেগম, সদস্য রত্না বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা বলেন-দেশে এখন প্রয়োজন পরিবর্তনের সূর্যোদয়। গণফোরামের সূর্য মার্কা হলো আলোর প্রতীক—এই আলো যেন পৌঁছে যায় প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের মনে।দিনব্যাপী গণসংযোগে চাঁদপুরের জনপদে ছিল উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা শ্লোগান দেন—
“আসছে সূর্য, আসছে পরিবর্তন!”সাধারণ জনগণও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গণফোরামের এই ধারাবাহিক কর্মসূচি চাঁদপুরে নতুন রাজনৈতিক উদ্দীপনা তৈরি করছে, যা আসন্ন নির্বাচনে সূর্য মার্কার পক্ষে জনসমর্থন আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।