বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে গণফোরামের “সূর্য” উদিত-প্রতীক নিয়ে প্রাণবন্ত গণসংযোগে জনমনে নতুন আশার আলো

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে মাঠে নেমেছে গণফোরাম। জনগণের দোরগোড়ায় গিয়ে দলের প্রতীক ‘সূর্য মার্কা’য় ভোট চেয়ে শুক্রবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছে দলটির জেলা নেতৃত্ব।

২৪ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন গণফোরাম চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ সেলিম আকবর। তাঁর নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত পথজুড়ে ‘সূর্যের আলোয় পরিবর্তনের ডাক’ ছড়িয়ে দেন।

Ad

চাঁদপুরের পুরানবাজার লোহারপুল, জাফরাবাদ, দোকানঘর, রামদাসদী সড়ক, বহরিয়া স্লুইচ গেইট, বহরিয়া বাজার, লক্ষ্মীপুর বাজার, হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা, হরিণা বাজার, ফেরিঘাট, নন্দীগো দোকান, বকশিলা পুল, আখন ঘাট, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা ও বাংলা বাজারসহ একাধিক এলাকায় নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

নেতারা জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং সূর্য মার্কার পক্ষে সমর্থন চান। স্থানীয় জনগণও উচ্ছ্বাসের সঙ্গে নেতাদের অভ্যর্থনা জানান।

গণতন্ত্র,পরিবর্তন ও জনগণের অধিকার-গণফোরামের বার্তা:গণসংযোগে গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মোঃ সেলিম আকবর বলেন,“সূর্য হলো আলোর প্রতীক, জাগরণের প্রতীক। আমরা চাই এই সূর্যের আলো পৌঁছে যাক দেশের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের মনে। গণফোরাম বিশ্বাস করে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে।”

কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার বলেন-জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সূর্য মার্কাই হবে পরিবর্তনের প্রতীক। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, জনগণের পাশে থেকে।”

 

এই গণসংযোগে আরও উপস্থিত ছিলেন-সহ-সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সদর থানা গণফোরামের সভাপতি মির্জা রহুল আমিন, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মামুন গাজী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মামুন গাজী, শহর গণফোরামের সভাপতি মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মিন্টু গাজী, জেলা মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শিল্পী বেগম এবং সদস্য রত্না বেগম প্রমুখ।

নেতারা একযোগে বলেন-গণফোরাম মানে সত্য, সততা ও পরিবর্তনের প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে সূর্য মার্কায় ভোট দিন—দেশে নতুন আলোর সূচনা হোক।জনগণের মাঝে নতুন প্রত্যাশা-দিনব্যাপী এই গণসংযোগে চাঁদপুরের বিভিন্ন এলাকায় জনগণের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। দোকানঘর থেকে ফেরিঘাট-সবখানেই আলোচনা সূর্য মার্কাকে ঘিরে। স্থানীয়রা বলছেন, গণফোরামের এমন কর্মসূচি এলাকায় নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি করছে।

চাঁদপুরের আকাশে যখন সূর্য অস্ত যাচ্ছিল, তখনও গণফোরামের নেতারা ছিলেন মাঠে,জনগণের পাশে, পরিবর্তনের আহ্বানে, আলোর প্রতীক সূর্যের পতাকাতলে ঐক্যবদ্ধ।