শিমুল অধিকারী সুমন,চাঁদপুর:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং জনগণের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন।
প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে বিএনপির বার্তা-দেশ বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে-ভোট দিন ধানের শীষে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষীপুর মডেল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক নির্যাতিত ছাত্রনেতা মোঃ সোবহান বেপারী, ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় তৃণমূল কর্মীরা।
নেতাকর্মীরা বলেন, চাঁদপুর জেলার বিএনপি নেতৃত্বে সংগঠিত এই গণসংযোগ শুধু নির্বাচনী প্রচার নয়, বরং জনগণের সাথে পুনরায় আস্থার সেতুবন্ধন গড়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।তাদের দাবি— “জনগণ আজও ধানের শীষের পক্ষে, পরিবর্তনের আশায়। ধানের শীষে ভোট দিন-গণতন্ত্রের বিজয় ঘটান!




অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না
আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক 