স্টাফ রিপোর্টার | DeshDeshantorExclusive:চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিপুল উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি।
তিনি বলেন,স্বেচ্ছাসেবক দল হলো গণতন্ত্রের প্রহরী। জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনের শক্তি নিহিত আছে তৃণমূল কর্মীদের মধ্যেই।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিবলু বেপারী,এবং সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী মমিন সাগর।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।
তিনি বলেন, বাগাদী ইউনিয়নের কর্মীরা দলের প্রাণ। আপনারা মাঠে থাকলে সংগঠন অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্লাহ খান,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি,যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম গাজী ও সোহেল মৃধা।এছাড়া বক্তব্য রাখেন–ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ হাই মিয়াজী,সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন,ও সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন।
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সংগঠনের শক্তি, উৎসাহ ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়।শেষে নেতৃবৃন্দরা বলেন-চাঁদপুর সদর থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে স্বেচ্ছাসেবক দল হবে আন্দোলনের অগ্রভাগে। জনগণের অধিকার পুনরুদ্ধারে এই ঐক্যই হবে পরিবর্তনের শক্তি।
স্থান: বাগাদী গনি উচ্চ বিদ্যালয় মাঠ, চাঁদপুর সদর, সময়: শুক্রবার বিকাল ৩টা,আয়োজক: বাগাদী ইউনিয়ন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলপ্রধান অতিথি: মোঃ মাসুদ মাঝি (আহ্বায়ক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল),সভাপতি:মোঃশিবলু বেপারী,সঞ্চালক: গাজী মমিন সাগর।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 