চাঁদপুর প্রতিনিধি | DeshDeshantorExclusive:চাঁদপুরের ফরিদগঞ্জে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একাত্তর ফাউন্ডেশন। জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদের উদ্যোগে ও ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও দুঃস্থ রোগীদের নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
চান্দ্রা ইউনিয়নের সকদি বড় পাটোয়ারী বাড়ি মাঠে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের মাঝে প্রায় অর্ধ লক্ষ টাকার ৫৬ প্রকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগে আক্রান্ত দুইজন অসহায় রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জের ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন,একটি গ্রামের মানুষের চিকিৎসা সেবায় এই আয়োজকরা যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়। সমাজের অন্যরাও যদি এইভাবে মানুষের পাশে দাঁড়ায়, তাহলে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ হবে। আমি আশা করি, একাত্তর ফাউন্ডেশন ও জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদ ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, যিনি বলেন- “মানবসেবার চেয়ে বড় ইবাদত আর কিছু নেই। আমাদের এই উদ্যোগ শুধুমাত্র চিকিৎসা নয়, এটি সমাজে মানবতার বীজ বপনের প্রয়াস।”
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন– স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁদপুর জেলা সভাপতি ডা. নুরুল হুদা, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল,ডা. নেছার আহমেদ,একাত্তর ফাউন্ডেশনের প্রতিনিধি সোহেল,এবং নাগরিক টিভি ও দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়।
অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই এমন উদ্যোগ নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে আয়োজকরা জানান- “একাত্তর ফাউন্ডেশন সমাজের প্রতিটি স্তরে মানবিক সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। মানুষের হাসিই আমাদের সবচেয়ে বড় পুরস্কার।”
অনুষ্ঠানের স্থান: সকদি বড় পাটোয়ারী বাড়ি, চান্দ্রা ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর,উপকৃত রোগী: ২০০+বিনামূল্যে বিতরণকৃত ঔষধ: ৫৬ প্রকার,
নগদ সহায়তা: জটিল রোগে আক্রান্ত ২ রোগী
আয়োজক: জাহানারা কফিলউদ্দিন পাটওয়ারী স্মৃতি সংসদ – 🫶 সার্বিক ব্যবস্থাপনা: একাত্তর ফাউন্ডেশন




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 