বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ (কাকন) ‘লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে এসেছি, মিথ্যা অপবাদে নতি স্বীকার করব না

স্টাফ রিপোর্টার:চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং দীর্ঘদিনের বিএনপি রাজনীতির নিবেদিত কর্মী মো. আবু হানিফ (কাকন) তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক হৃদয়স্পর্শী বার্তায় রামপুর ইউনিয়নে তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন-“আমি লড়াই-সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছি; ভয়-ভীতি বা অপপ্রচারে কখনোই পিছিয়ে যাব না।

কাকন তার বার্তায় জানান, তিনি জন্মসূত্রে বিএনপি পরিবারের সন্তান এবং পারিবারিকভাবে এই দলের প্রতি নিবেদিত। রাজনৈতিক আদর্শের কারণে গত ১৭ বছর ধরে পরিবারসহ ঘরবাড়ি ছাড়া থাকা, এবং বহু মামলা-হামলার শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

Ad

🔶 ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব-দীর্ঘ রাজনৈতিক পথচলা আবু হানিফ (কাকন) দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন রামপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে। এরপর দায়িত্ব পেয়েছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল ও পরে চাঁদপুর জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে। তার ভাষ্যে-“রাজনীতিতে থাকতে গিয়ে আমি কখনো কারো ক্ষতি করিনি। কারো সঙ্গে ঝামেলা তো দূরের কথা, খারাপ আচরণও করিনি। তবুও সাম্প্রতিক কিছু দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে-যা শুধুই অন্যায়, ঘৃণ্য ও নিন্দনীয়।

🔶 অভিযোগ থাকলে সরাসরি জানানোর আহ্বান কাকন অভিযোগকারীদের উদ্দেশে বলেন-“যদি আমার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে, তাহলে সরাসরি আমাকে বলুন অথবা চাঁদপুর-৩ আসনের অভিভাবক, জননেতা স্কাই ফারিদ আহমেদ মানিক ভাইকে জানান। গুপ্তভাবে অপপ্রচার করে কোনো লাভ নেই।

🔶 “মাঠ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না”-দৃঢ় বার্তা তিনি আরও বলেন-“আমি লড়াই-সংগ্রাম করে এতদূর এসেছি। আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কখনো মাঠ ছাড়িনি, ভবিষ্যতেও ছাড়ব না ইনশাআল্লাহ। তার বার্তার শেষে তিনি রামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি দোয়া ও শুভকামনা জানান।

🔶 স্থানীয় রাজনীতিতে আলোচনায় কাকনের বক্তব্য-রামপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তার মাঝেই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাকনের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।