ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা ??
|
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শনিবার সালমানের বোনের বাড়িতে দেখা মিলল তার। উপলক্ষ ছিল ঈদের পার্টি। তবে এটিই প্রথম নয়, প্রতি বছরই অর্পিতা খানের বাড়ির ঈদের অনুষ্ঠানে দেখা যায় ক্যাটরিনাকে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরও সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। পরনে বেইজ রঙের ঢিলেঢালা আনারকলি চুড়িদার, খোলা চুলে হাজির হন ক্যাটরিনা। সব কিছু বরাবরের মত থাকলেও শুরু হয়েছে নতুন জল্পনা। বলা হচ্ছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা। অভিনেত্রীর পরনে ঢিলেঢালা পোশাক দেখেই সন্দেহ প্রকাশ করেছেন নেটদুনিয়ার একাংশ। কেউ প্রশ্ন তুলেছেন, ‘ক্যাটরিনা কি সন্তানসম্ভবা?’, কারও মতে, ‘আজকাল আর শরীরচর্চা কেন্দ্রের বাইরে দেখা যায় না ওঁকে।’ কেউ বলেছেন, ‘দেখে তো মনেই হচ্ছে যে উনি অন্তঃসত্ত্বা।’ তবে এই প্রথম নয়, ভিকির সঙ্গে বিয়ের পর বিভিন্ন সময় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব এর আগেও ছড়িয়েছে। এবারও হয়তো সেরকমই কিছু হবে। আগামীতে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা মিলবে ক্যাটরিনার। এই ছবিতে চরিত্রের খাতিরে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। বাস্তবেও কি তেমনটা হতে যাচ্ছে কিনা সেটায় দেখার পালা। |