চেমসফোর্ডে বৃষ্টিতে ধুয়েগেলো টাইগারদের প্রস্তুতি ম্যাচ
|
বৃষ্টিবাধায় প্রস্তুতি আর হলো না। ধুয়ে মুছে গেলো আয়ারল্যান্ড উলভসের সাথে টাইগারদের প্রস্তুতি ম্যাচটি। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরুর কথা ছিল এই গা গরমের ম্যাচের। কিন্তু তার আগেই বৃষ্টি এসে বাধা দেয়। মাঝে বৃষ্টি কমায় একসময় মনে হচ্ছিল খেলা দেরিতে শুরু হবে এবং কার্টেল ওভারের ম্যাচ হবে। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির বৈরি আচরণ আর থামলো না। অব্যাহত বৃষ্টিতে খেলাটি বাতিল হলো। বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে খেলা বাতিলের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। তার মানে আগামী ৯ মে চেমসফোর্ডের এসেক্স মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নামার আগে আর কোনো ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে না তামিম ইকবালের দল। তবে অন্তত গোটা দুয়েক প্র্যাকটিস সেশন মিলবে। এদিকে আজ খেলা না হলেও ৩ ঘণ্টা অপেক্ষায় থাকতে হলো টাইগারদের। বৃষ্টির কারণে আউটডোর প্র্যাকটিসও হলো না। পূর্ব নির্ধারিত সূচিতে আগামীকাল ৬ মে ছিল প্র্যাকটিস অফ। আজকের খেলা না হওয়ায় কাল হয়তো বিরতি না নিয়ে প্র্যাকটিস সেশন কাটাতে পারে তামিমের দল। এদিকে আজ রাত নাগাদ আমেরিকা থেকে সাকিবের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। |