নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় এক শিক্ষককে অব্যাহতি
|
মোঃ জসিম উদ্দিন:চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় এক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে চলমান ইংরেজি ২য় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময় তিনি এ আদেশ দেন। জানা গেছে, হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্র-০৯, কেন্দ্র কোড ৩৫৫ এর উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র, কোড-১০৮ বিষয়ে পরীক্ষা চলাকালে মূল কেন্দ্রের ৫নং কক্ষে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য, সহকারী শিক্ষক মো. আব্দুর কাদের দায়িত্ব অবহেলা করেন। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক জারীকৃত পরীক্ষা নীতিমালা নির্দেশাবলী লঙ্গন করে দায়িত্ব পালনকালে অসদুপায় অবলম্বন করে ছাত্র-ছাত্রীদের মধ্যে পরীক্ষা পরিপন্থী পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালনের জন্য ২০২৫ সনের এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক জারীকৃত এসএসসি পরীক্ষা নীতিমালা লঙ্গন করায় একজনকে শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। |