প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা
|
সিঙ্গাপুরে বুধবার শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। ফেবারিট হিসেবেই এই ম্যাচ শুরু করেছিল প্রথম বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। শুরুটাও করেছে ফেবারিটের মতো। প্রাধান্য নিয়ে খেলে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। তৃতীয় মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। |