শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর গোল, শিরোপার দৌড়ে থাকলো আল নাসর
প্রকাশ: বুধবার, ১৭ মে ২০২৩, ০১:৩১ অপরাহ্ণ

গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জয় পেয়েছে তার ক্লাব আল নাসরও। শুধু জয়ই নয়, সৌদি প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়েও নিজেদের ভালোভাবে টিকিয়ে রেখেছে রোনালদোর ক্লাব। অ্যাওয়ে ম্যাটে আল তায়ের বিপক্ষে ০-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানইউ তারকাই প্রথম গোলের তালা খোলেন আল তায়ের। ৫২তম মিনিটে পেনাল্টির দেখা পায় আল নাসর। স্পট কিক নেন রোনালদো নিজে। বল জড়িয়ে যায় আল তায়ের জালে। দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা অ্যারন্ডারসন তালিসকা।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নিজেদের অবস্থান সংহত রাখলো আল নাসর। সবচেয়ে বড় কথা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আল ইত্তিহাদ ২-০ গোলে এগিয়ে থেকেও আল হিলালের সঙ্গে ড্র করে ফেলেছে। যার ফলে ইত্তিহাদের পয়েন্ট কমে গেছে ২টি। এ কারণে, আল ইত্তিহাদ এখন ৩ পয়েন্ট এগিয়ে আল নাসরের চেয়ে।

২৭ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। লিগের বাকি কেবল আর ৩ ম্যাচ।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ