মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২০ হাজার পিস ইয়াবাসহ চাঁদপুরের সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস মরিয়ম মিশরী গ্রেফতার

মো,ওমর ফারুক,চাঁদপুর: ২০ হাজার পিস ইয়াবাসহ চাঁদপুরের সোশ্যাল মিডিয়া এক্টিভিটিস মরিয়ম মিশরী নামে এক সুন্দরী যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বৈষম্যবিরোধী আন্দেলনে ছাত্র জনতার পক্ষেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন।

৯ অক্টোবর রাতে মিশরীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

Ad

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ফেসবুকে সর্বদা সরব থেকে নানা বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন মরিয়ম মিশরী। সে বৈষম্যবিরোধী আন্দোলনেও হাসিনা সরকার নিয়ে কড়া সমালোচনায় সরব ছিলেন। কিন্তু এর আড়ালে তার একটি ভিন্ন জগতের সন্ধান পায় পুলিশ। যেখানে সে ছেলেদের ব্লাকমেইল,একাধিক বিয়ে,ইয়াবা ব্যবসা ও জমজমাট দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে এসআই আবুল কালাম গাজী জানান, মিশরী তার সুন্দর রূপ ও সোশ্যাল মিডিয়ার এক্টিভিটিসের আড়ালে নানান কু-কর্মে জড়িত ছিলো। সে একাধিক মাদক মামলারও আসামী।টেকনাফ থেকে ইয়াবা এনে চাঁদপুরের তার নারী বাহিনীর হাতে সে সাপ্লাই দিতো। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ ছৈয়াল বাড়ি সড়কের প্রাথমিক শিক্ষক সমিতির বহুতল ভবনের ৭ম তলায় অভিযান পরিচালনা করে তাকে আমরা আটক করি।

তিনি আরও জানান, মিশরী আমাদেরকে নানান হুমকি ধমকি দিয়ে পালিয়ে যাচ্ছিলো। পরে আমাদের নারী কনস্টেবল মাহিনুর আক্তার তুহিন তার দেহ তল্লাশি করেন। শরীরে কিছু না পাওয়া গেলেও তার ঘরের বিছানার নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিশরী জানায়, সে টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে চাঁদপুরে বেশি দামে পাইকারি বিক্রি করতো। এই মাদকই ছিল তার প্রধান আয়ের উৎস।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, সোশ্যাল মিডিয়ার বাইরেও মানুষের ভিন্ন চিন্তাধারা থাকে। মিশরী তার জলন্ত উদাহরণ। এটাই মিশরীর প্রথম অপরাধ নয়। এর আগেও চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ তার ৩ সহযোগী ধরা পড়েছিল। জেল থেকে বেরিয়ে মিশরী ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এই ঘটনার পর তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করা হয়েছে। সে যাতে তার অন্ধকার জগৎ আর শুরু করতে না পারে সে বিষয়েই এবার পদক্ষেপ নিচ্ছে পুলিশ।