বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান, ওসি মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে ৪০০ ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদককারবারি আবু মুছা গ্রেপ্তার

মো,জসিম উদ্দিন:চাঁদপুর জেলার হাজীগঞ্জে আবারও মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান প্রমাণ হলো বাস্তব অভিযানে। সোমবার বিকেলে উপজেলা ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজাপুর গ্রামের মো. গোলাম রসূলের ছেলে আবু মুছা, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।

Ad

অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য। এসময় তার কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি মহিউদ্দিন ফারুক জানান- “হাজীগঞ্জে কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আবু মুছার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

 

এদিকে, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিকনির্দেশনা ও তদারকিতে হাজীগঞ্জ থানার টিম নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। পুলিশের এই কার্যকর উদ্যোগে স্থানীয়রা গভীর স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাজাপুরের এক স্থানীয় বলেন, “হাজীগঞ্জে পুলিশের এমন তৎপরতায় আমরা আশাবাদী। এলাকার যুব সমাজকে রক্ষা করতে এই অভিযানগুলো নিয়মিত হওয়া দরকার।”

মাদকমুক্ত সমাজ গড়তে হাজীগঞ্জ থানা পুলিশের এই সফল অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ—যা চাঁদপুর জেলা পুলিশের সুনাম আরও উজ্জ্বল করেছে।