শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

এ বছর ডেঙ্গু রোগী ১১ হাজার ছাড়াল
প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩, ০৯:১৮ অপরাহ্ণ

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আরও দুজনের।

এ নিয়ে দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল। জুলাই মাসের প্রথম ৬ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ৩ হাজারের বেশি রোগী।

আরও দুজনের মৃত্যুতে কেবল জুলাই মাসেই মৃত্যু হল ১৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ৬৬‌১ জন ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ২২৮ জন ঢাকার বাইরের।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ১১৬ জনে। আর এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪ জন হল।
বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২,১২৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ১,৪৯০ জন এবং ঢাকার বাইরে ৬৩৯ জন হাসপাতালে ভর্তি।

এবার বর্ষা শুরুর আগে থেকেই এইডিস মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ৪ জুন দেশে ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এ বছরের সর্বোচ্চ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২,১২৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ১,৪৯০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৩৯ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ