মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দূতাবাসের সহায়তায় কাজ পেলেন ৮৪ বাংলাদেশি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০১:০৮ অপরাহ্ণ

মালয়েশিয়ায় দূতাবাসের সহায়তায় কাজ পেলেন ৮৪ বাংলাদেশি অবশেষে কাজ পেলেন বৈধপথে মালয়েশিয়ায় যাওয়া ৮৪ বাংলাদেশি কর্মী। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশটির সরকারের সহায়তায় তারা কাজ পেয়েছেন। গত ২৮ ডিসেম্বর রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজের মাধ্যমে মালয়েশিয়ার ইলোমিনাস ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যান ওই ৮৪ বাংলাদেশি।

মালয়েশিয়ায় যাওয়ার পর প্রথমে তাদের এক মাস সেরিকামবাগান এলাকায় রাখা হয়। এরপর ২০ দিন রাখা হয় কুয়ালালামপুর কেপং এলাকায়। কেপং থেকে নেওয়া হয় পেনাংয়ে। সেখানে রাখা হয় দুই মাস। এরপর নেওয়া হয় সুবাং যায়াতে। সেখানে রাখা হয় ১২ দিন। এসময়ের মধ্যে ইলোমিনাস কোম্পানির মালিক তাদের কাজ দিতে ব্যর্থ হন।  নিয়োগকর্তার প্রতারণা, মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশি উদ্ধার এমন পরিস্থিতিতে দিন পার করছিলেন ওই ৮৪ কর্মী।

এরই মধ্যে তারা বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। বাংলাদেশ হাইকমিশন তাদের চাকরি পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি নিয়োগকর্তার কাছ থেকে প্রত্যেককে ১ হাজার ৫০০ রিঙ্গিত করে নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করে।  মালয়েশিয়ায় দূতাবাসের সহায়তায় কাজ পেলেন ৮৪ বাংলাদেশি এরপর বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট এবং কর্মীদের নিয়োগকর্তার সঙ্গে আলোচনা করে তাদের পোর্ট ক্লাংয়ের আইয়ামাস ফুড প্রসেসিং কোম্পানিতে নতুন নিয়োগকর্তার অধীনে কর্মসংস্থানের ব্যবস্থা করে।

হাইকমিশন ও মালয়েশিয়া সরকারের সহায়তায় কাজ পেয়ে কর্মীরা খুশি। কাজ পেয়ে বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব সুমন চন্দ্র দাশ সরেজমিনে তাদের অবস্থা পরিদর্শন করেন। সুমন চন্দ্র দাশ জানান, আইয়ামাস ফুড প্রসেসিং কোম্পানিতে নতুন নিয়োগকর্তার অধীনে কর্মীরা কাজ করছেন। তাদের কাজের পরিবেশও ভালো এবং কর্মীরা সেখানে ভালোভাবে কাজ করছেন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ