বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ম্যাচে একাদশে নেই মোস্তাফিজ
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস ষষ্ঠ ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল। ওই ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও একাদশে জায়গা হয়নি কাটার মাস্টারের।

একাদশে চার বিদেশি হিসেবে আছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ ও আনরিখ নর্কিয়ে। দিল্লিতে রয়েছে জোড়া পরিবর্তন। পৃথ্বী শকে বাইরে রেখে নেওয়া হয়েছে সরফরাজ খানকে। ললিত যাদবের বদলি হয়ে দলে ঢুকেছেন রিপাল প্যাটেল।

মোস্তাফিজকে ইম্প্যাক্ট সাবের তালিকাতেও রাখা হয়নি। বদলি খেলোয়াড় হিসেবে আছেন মুকেশ কুমার, ললিত যাদব, প্রবীণ দুবে, চেতন সাকারিয়া ও যশ ধুল।

ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি। ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সবার শেষে তারা।

১১ এপ্রিল দিল্লির চতুর্থ ম্যাচে প্রথমবার সুযোগ পান মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভার বল করে দেন সর্বোচ্চ ৪১ রান। সামর্থ্যের প্রমাণ দিতে না পেরে কলকাতার বিপক্ষে বাদ পড়েন। এবার সাবেক ক্লাব হায়দরাবাদের বিপক্ষেও খেলতে পারলেন না তিনি।

দিল্লি একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, সরফরাজ খান, মানীষ পান্ডে, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, আমান খান, আনরিখ নর্কিয়ে, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা।

হায়দরাবাদ একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্ডে, উমরান মালিক, টি নটরাজন।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ