ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের ফরিদগঞ্জে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সকদিরামপুর এলাকায় অভিযান চালিয়ে খলিলুর রহমান বেপারী (৭০) নামের ওই ব্যক্তিকে আটক করে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র জানায়, জীবনের শেষ প্রান্তে এসে এমন অপরাধে জড়ানো সমাজে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। বয়োবৃদ্ধ এই ব্যক্তি সামাজিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়কে আরও উন্মোচন করেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন-আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালাই। খলিলুর রহমান বেপারীর কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন- “যখন সমাজের প্রবীণরাও এমন অপরাধে জড়িয়ে পড়েন, তখন সেটা রাষ্ট্র ও সমাজের জন্য এক ভয়াবহ সংকেত।”
জীবনের শেষ প্রান্তে এসে এমন অপরাধে জড়ানো শুধু ব্যক্তিগত পতন নয়, বরং সামাজিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি। সমাজ এখন কোন পথে হাঁটছে-এই প্রশ্নই ঘুরছে ফরিদগঞ্জের প্রতিটি চায়ের দোকানে।




আমার কলিজার টুকরোটা কোথায়? নিখোঁজ তামিমকে খুঁজে পেতে চাচা-বাবা-মায়ের আকুতি,
চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ:দুই শতাধিক রোগীর মুখে স্বস্তির হাঁসি
চাঁদপুর সদরের ৭,৮,ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন- সম্মেলনে ঐক্যের জোয়ার
প্রাইভেটকার জব্দ হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে গাঁজা ফেনসিডিল ও ইয়াবাসহ ঢাকার যুবক-যুবতী আটক
চাঁদপুরের বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার:সম্পাদক কৃষ্ণ গোপাল 